আজ আপনাদের শেখাবো কিভাবে খুব সহজেই বন্ধ হয়ে যাওয়া বা বিভিন্ন কারনে ব্লক হয়ে যাওয়া ওয়েব সাইট কিভাবে দেখা যাবে। অনেকেই এ কাজটি করার জন্য আইপি হাইডিং সফটওয়্যার ব্যবহার করেন, অনেকেই আবার........প্রক্সি ইউজ করেন। কিন্তু এ সমস্ত কাজ প্রচুর সময়সাপেক্ষ। তাই আজ আপনাদের উপহার দেব এমন একটি সফটওয়্যার/ব্রাউজার যার মাধ্যমে আপনারা খুব সহজেই বন্ধ বা ব্লক হয়ে থাকা ওয়েবসাইটগুলো দেখতে পারবেন।
সফটওয়্যারটির নাম Tor Browser। এটি মূলত একটি ব্রাউজার যেটি দেখতে অনেকটা মজিলা ফায়ারফক্সের মতো। তাই এটি ব্যবহার করলে কম্পিউটারে ইন্সটলকৃত মজিলা ফায়ারফক্স ব্রাউজারটিকে আর ব্যবহার করতে হবে না। মূলত এই টর ব্রাউজারটির ভিতর মজিলা ফায়ারফক্সকে ইন্টিগ্রেড করা হয়েছে খুব সূক্ষভাবে। তাই আজই ডাউনলোড করে ফেলুন কাজের এই ব্রাউজারটিকে (নিচের লিঙ্ক হতে)।
No comments:
Post a Comment