Thursday, March 22, 2012

কোন ওয়েব সাইটে প্রবেশ করুন রেজিষ্ট্রেশন করা ছাড়াই


no+registration কোন ওয়েব সাইটে প্রবেশ করুন রেজিষ্ট্রেশন করা ছাড়াই
এখনকার বেশিরভাগ ওয়েব সাইটে ঢুকতে গেলেই রেজিষ্ট্রেশন করতে হয়। কিন্তু এই রেজিষ্ট্রেশন প্রক্রিয়া খুবই বিরক্তিকর এবং সময়সাপেক্ষ। যদি এমন হত যে কোন ওয়েবসাইটে ..........রেজিষ্ট্রেশন করার আগেই সেই ওয়েবসাইটের আইডি পাসওয়ার্ড পাওয়া যায়! তাহলে আপনি রেজিষ্ট্রেশন করা ছাড়াই ঘুরে আসতে পারবেন সেই ওয়েবসাইটটি। এজন্য আজ আপনাদের দেব এমন একটি ওয়েব সাইটের ঠিকানা
যেখান থেকে আপনি পেতে পারেন যে কোন ওয়েবসাইটে প্রবেশের জন্য আইডি পাসওয়ার্ড। এজন্য আপনাকে যেতে হবে এই ঠিকানায়
১। এবার One more step to access bugmenot.com নামক বক্সে ক্যাপটা এন্ট্রি করুন এবং Request Access বাটনে ক্লিক করুন।
২। এবার যে উইন্ডোটি আসবে এখানে ওয়েবসাইটির (যেটির লগিন আইডি পাসওয়ার্ড প্রয়োজন) সেটি দিয়ে Get logins বাটনে ক্লিক করতে হবে। তাহলেই আপনি পেয়ে যাবেন আইডি পাসওয়ার্ড এর তালিকা।

No comments:

Blogger Widgets