Saturday, March 17, 2012

ফেসবুক চ্যাটের নতুন ম্যাজিক এর A2Z দিয়ে চমকে দিন আপনার বন্ধুকে!!




সবাই কে আমার সালাম জানিয়ে আমার প্রথম ব্লগ টি শুরু করছি।আসা করি পরম করুনাময় আসিম দয়ালু আল্লাহ এর কৃপায় সবাই খুব ভাল আছেন।এবং প্রথমেই সবাইকে নববর্ষের সুবেচ্ছা জানাচ্ছি।আর কথা না বারিয়ে চলুন কাজে চলে যাই।
দিন যতই এগুচ্ছে ফেসবুক এর জনপ্রিয়তা ততই বৃদ্ধি পাচ্ছে।বর্তমান হিসাব অনুযায়ী ফেসবুক এর বর্তমান সদস্য সংখ্যা প্রায় ৮০ কোটি।এবং ফেসবুক ও দিন এ দিন এ হাজির হচ্ছে তাঁদের নিত্য নতুন সব ফিচার নিয়ে।তার ই একটি নতুন ফিচার হল কিছু কোড এর মাধ্যমে ফেসবুক চ্যাট এর আকর্ষণীয়টা বৃদ্ধি করা।এর মানে হচ্ছে আপনি চ্যাট বারে আপনার বন্ধু কে যা লিখবেন সেই লেখা গুলো কে কিছু ভিন্নমাত্রায় সাজিয়ে আপনার বন্ধু কে চমকিয়ে দিয়ে পারেন।চলুন থাপ অনুযায়ী দেখি নেই।
১.ধরুন আপনি আপনার বন্ধু কে Hi লিখবেন এই লেখাটাই আপনি চাইলে নিচে দেয়া ছবির মত করে লিখতে পারেন।




প্রথমে এর জন্য আপনাকে কিছু কোড পেস্ট করতে হবে যেমন  H এর জন্য ’[[205082339544090]]’ এবং I এর জন্য ’[[432883640525]]’ এইবার কোড দুটো আপনার চ্যাট বারে পেস্ট করুন এবং দেখুন ফেসবুক এর যাদু!!এইভাবে সবগুলো সংখ্যা লেখার জন্য নিচে দেয়া কোড গুলো পেস্ট করুন দেকবেন সবগুলো সংখ্যা নিচে দেয়া ছবিটির মত দেখাচ্ছে 

সবগুলো সংখ্যা এর কোড
var Letters = {
  A: '[[399197913893]]',
  B: '[[115345298505025]]',
  C: '[[53872404042]]',
  D: '[[226910642728]]',
  E: '[[140775945956538]]',
  F: '[[136046106447549]]',
  G: '[[119431374760220]]',
  H: '[[205082339544090]]',
  I: '[[432883640525]]',
  J: '[[228315337208110]]',
  K: '[[56926372437]]',
  L: '[[221310038416]]',
  M: '[[161672657237726]]',
  N: '[[203933512990765]]',
  O: '[[116564658357124]]',
  P: '[[64245738440]]',
  Q: '[[196390043757013]]',
  R: '[[111884958838844]]',
  S: '[[136198113087158]]',
  T: '[[142464449131926]]',
  U: '[[172843133886]]',
  V: '[[77189649729]]',
  W: '[[116928513730]]',
  X: '[[108075899233912]]',
  Y: '[[140715832616884]]',
  Z: '[[165724910215]]'



please comments me


No comments:

Blogger Widgets