Thursday, March 22, 2012

একটি প্রশ্ন জিঙ্গাসা করুন এবং দ্রুত উত্তর নিন । ( না দেখলে মিস )


আসাসালামু অলাইকুম কেমন আছেন আপনি । নিশ্চই ভাল। আশা করছি ভাল থাকেন । যা হোক আজ আমি আপনাদেরকে একটা সাইটের সাথে পচিয় করিয়ে দেওয়ার জন্য আনলাম । সাইটা দেখলেই বুঝতে ...................
পারবেন । সাইটটার সাথে পরিচিত হবার কেন দরকার রয়েছে । এই সাইটা নাকি ASK এবং ইয়াহুর Answer সাইটের সাথে পাল্লা দিতে চায় সাইটার বাংলা এবং ইংরেজী ভার্সন রয়েছে । বাংলা ভার্সনটি আগামী ২১শে ফেব্রুয়ারী থেকে উন্মক্তু হবার কথা । তবে বতর্মানে বাংলা ভার্সনটিতে রেজিষ্ট্রেশন করা এবং প্রশ্ন জিঙ্গেস করার জন্য উন্মক্তু করা হয়েছে । যা হোক আমি বাংলা সাইটটির অনুবাক হিসেবে নিযুক্ত রয়েছি । আমি আপনাদের কাছে এই টিউনটি কেন করলাম এখন আপনাদের মনে তো এই প্রশ্নটিই জাগতেছে তাইনা । যা হোক আমি আপনাদের কাছ থেকে সাইটার কাজ শেষ করার আগে আপনাদের মূলবান বক্তব্য শুনতে চাই সাইটটা কিভাবে তৈরি করলে আপনারা আরো বেশী উপভোগ করবেন ব্যাবহার করতে ।কারন সাইটটাতো আর আমি একা ব্যাবহার করতে পারব না। সেখানে কাইকে না কাউকে প্রশ্ন করতে হবে । এবং সেই প্রশ্নের উত্তর ও আপনাদের মধ্যো থেকেই কাইকে না  কাউকে দিতে হবে ।
Www.BD.NurAnswer.Com এর বৈশিষ্ঠ
  • সাইটা তৈরির মূল পরিক্ল্পনা হচ্ছে নিজেরাই নিজেদেরকে সাহায্য করা । বুঝলেন না তো। যা হোক বুঝায়ে বলি মনে করেন আপনি এই সাইটে একটি প্রশ্ন করলেন এবং এই সাইটের অন্য সদস্যরা আপনার সেই প্রশ্নের উত্তর দিল । আবার অন্য কেউ প্রশ্ন করল আপনি তার উত্তর দিলেন । তাহলে হল না নিজেরাই নিজেদেরকে সাহায্য করা।
  • দ্বিতীয় বৈশিষ্ঠ হচ্ছে এখানে আপনি ফেসবুকের মতই একজন ব্যাকহাহারকারী আরেকজনের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করতে পরবেন । আপনার নিজ্স্ব একটি প্রোফাইল তৈরি হবে আপনি এখানে রেজিষ্টেশন করার সাথে । যেমন : http://bd.nuranswer.com/আপনার-নাম
  • এছাড়াও আরো অনেক সুবিধা রয়েছে। সে গুলো আসলে মুখে বলে শেষ করা যাবে না।এজন্যই আমি আপানাদের জন্য একটি ব্যাবহারকারীর নাম এবং পাসওয়ার্ড এর ব্যবস্থা করেছি যাতে করে আপনারা খুব সহজেই নিজের চোখে জিনিসটা দেখতে এবং বুঝতে পারেন
  • ব্যাবহারকারীর ইমেইল : netmaster@nuranswer.com
  • ব্যাবহারকারীর নাম : TechTunes   ;
  • পাসওয়ার্ড   :  bd.nuranswer.com  ;
  1. মনে রাখবেনিএই আইডি থেকে কোন প্রশ্ন বা উত্তর গ্রহনযোগ্য নয় । এই আইডিটি ২০/২/২০১২ তারিখে ডিলিট করে দেওয়া হবে ।
  2. সেজন্য প্রশ্ন করতে চাইলে অথবা সাইটটি ভালভাবে বুঝতে চাইলে রেজিষ্ট্রেশন করে নিন। রেজিষ্ট্রেশন করতে এখানে যান ।

এছাড়াও আপনার যদি চান তাহলে আমার NurAnswer প্রোফাইল থেকে ঘুরে আসতে পারেন দেখার জন্য http://bd.nuranswer.com/NetMaster
অপনাদের সকলকে ধন্যবাদ টিউন পড়ার জন্য । কোন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আল্লহ হাফেজ। নমস্কার । Good Bye
সাইটটির প্রধান উইআরএল হচ্ছে : http://BD.NurAnswer.Com   ।

No comments:

Blogger Widgets