Saturday, April 14, 2012

গুডবাই সিডি ক্যাসেট, এবার একই পেনড্রাইভে খুব সহজেই হোক Windows-XP & Windows-Seven- এর বোটএবল পেনড্রাইভ।

&#RAJIB#& #RAJIB# (34)
বন্ধুরা, সবাইকে সালাম ও শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের পোষ্টটি । কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো । আমিও ভালো আছি।
আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা একই পেনড্রাইভে Windows-XP I Windows-Seven -এর বোটএবল তৈরি করবেন । ইতিপূর্বে অনেকেই হয়ত জেনে থাকতে পারেন পেনড্রাইভের মাধ্যমে কিভাবে Windows-XP  সেটআপ করতে হয়। কিন্তু  একই পেনড্রাইভে দুটোই বোটএবল রাখা যায় তা হয়ত অনেকেই জানেন না। তো যায় হোক এটি করা যায় এবং সম্ভব আমার কালেকশন করা একটি ছোট্ট সফট্‌ দিয়ে।

এখন কিভাবে করবেন তা দেখে নিন।
আর এজন্য যা যা দরকার-
১)      ৮ গিগাবাইট ১টি পেনড্রাইভ। ৪ গিগাবাইটও হতে পারে চেষ্টা করে দেখতে পারেন । তবে আমি বলি কি, যেহেতু আমি Windows-XP I Windows-Seven একই পেনড্রাইভে বোটএবল করার সিষ্টেম শেখাচ্ছি সেহেতু ৮ গিগাবাইট
পেনড্রাইভ লাগবেই। তবে কারও নিকট যদি Windows-Seven এর মাত্র ২ গিগাবাইট-এর ফাইল থেকে থাকে তারা ৪ গিগাবাইট  পেনড্রাইভেই করতে পারবেন। আমার কাছে Windows-Seven এর ৩.৭৫ গিগাবাইট ফাইলটি আছে যার ফলে আমি ৮ গিগাবাইট পেনড্রাইভ ব্যবহার করেছি। সো আপনাকে ৮ নাকি ৪ গিগাবাইট পেনড্রাইভ ব্যাবহার করতে হবে তা সম্পূর্ন নির্ভর করছে Windows-Seven এর আকারের উপর
২)      প্রথমে আপনার Windows-XP   সিডি কপি করে কোন ড্রাইভে রাখুন। এখন এই লিঙ্ক   http://www.mediafire.com/?oqq37i172f47mp8  থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করে নিন ।  এখন নিচের দিকে খেয়াল করুন।
৩) এখন ডেস্কটপে তৈরি হওয়া WinSetupFromUSB সর্টকার্টটির উপর ডাবল ক্লিক করে তা চালু করুন।
তারপর নিচের চিত্রের নম্বরের শাতে চিত্রের লেখা পড়ুন ।
1
এখন এই    http://www.mediafire.com/?1tnnq54feajgtit    লিঙ্ক থেকে ইউএসবি টুল ডাউনলোড করে এবং তা দিয়ে আপনার পেনড্রাইভ কে ফরমেট করে নিন এনটিএফএস- এ । ফরমেট প্রক্রিয়া শেষ হলে আপনি নিচের চিত্র অনুসরন করুন।   ******** এখন নিচের চিত্রগুলি একে একে দেখুন ও কাজ করুন। মনে রাখবেন নিচের এই চিত্রটি উপরের চিত্র-এর পরের ধাপ 
2
তারপর
4
এখন
5
এরপর
6
এখন
7
সাধারনত এক্সপি পেনড্রাইভে পুরোপুরি লোড হতে ১২-১৫ মিনিট সময় নিবে।
শেষ হলে একটি মেসেস আসবে। সেটি ওকে করলে আরেকটি আসতে পারে যদি আসে তাহলে নিচের স্ক্রিনসর্টগুলি পরপর অনুসরন করুন।
8
এখন
9
ব্যাস
10
দ্বিতীয় অংশ
এরপরই আপনি উইন্ডোজ সেভেন ঐ পেনড্রাইভে লোড করবেন নিচের নিয়মে। তবে উইন্ডোজ সেভেন পেনড্রাইভে লোড হতে মাত্র ৭ মিনিট মিনিট সময় নিবে।
এখন দেখুন ঐ পেনড্রাইভে উইন্ডোজ সেভেন  বোটএবল তৈরির নিয়ম।
উইন্ডোজ এক্সপি তৈরি হয়ে গেলে আপনাকে উইন্ডোজ সেভেন করার জন্য বলবে কিংবা বলবে আপনার পেনড্রাইভ নতুন কাজের জন্য প্রস্তুত  তখন আপনি নিচের চিত্র অনুসরন করবন।
11
সবশেষে উইন্ডোজ দেওয়ার সময় এক্সপি এবং উইন্ডোজ সেভেন অপশন আপডাউন আসবে। আসলে যেটি ইনস্টল করবেন সেটি কিবোর্ডের অ্যারো-কি চেপে সিলেক্ট করুন।যদি  উইন্ডোজ এক্সপি সেটআপ দেন তাহলে তা সিলেক্ট করলে ফাস্ট পার্ট এবং সেকেন্ড পার্ট অপশন আসবে। প্রথমে লোড শুরু হওয়ার পর ড্রাইভ সিলেক্ট করে অর্থাৎ যে ড্রাইভে উইন্ডোজ করবেন সেই ড্রাইভ নির্বাচন করার পর দুটি অপশন আসবে। আমি মনে করি ড্রাইভ সিলেক্ট অপশনের কাজ শেষ করার পর আর কিছু করার দরকার নেই। আপনার কিছুই চাপার দরকার নেই। যখন নিচের চিত্রের মতন ফাস্ট পার্ট এবং সেকেন্ড পার্ট অপশন আসবে তখন ইচ্ছা করলে প্রথমে ফাস্টপার্ট এবং পরে রিস্টার্ট হওয়ার পর সেকেন্ড পার্ট নির্বাচন করতে পারেন। নির্বাচিত করতে কি-বোর্ডের এন্টার কি চাপলেই হইবে। আর আসলে কিছুই চাপার দরকার নেই সব অটোমেটিকলি নিয়ে নিবে।
999999999999999999

সবাই ভাল থাকবেন,ইনশাল্লাহ্‌ আবার আসব।

No comments:

Blogger Widgets