Tuesday, June 05, 2012

আপনার কম্পিউটারে ফেসবুককে দেখুন এক নতুন রুপে

আপনি সেই পুরনো ফেসবুক ব্যাবোহার করে করে হাপসে গিয়েছেন তাই আপনাদের জন্য এই ট্রিকটি লিখতে বসলাম । আনেকেই এটা জানেন যারা জানেন না এই পোষ্ট তাদের জন্য । তাহলে আর দেরি কেন চলুন শুরু করি । প্রথমে আপনারদের ফেসবুকে লগিন করুন । এবার এ্যাড্রেস বারে দেখুন www.facebook.com এমন লিখা আছে
এবার আপনি আপনার www.facebook.com কে m.facebook.com করে দিন নিচের ছবির মত এবার এন্টার চাপুন দেখুন আপনার ফেসবুককে কেমন দেখাচ্ছে একদম যেন কোন অ্যাপেল বা এনড্রোইড দিয়ে ব্রাউস করছেন । এখানে যে এরো চিন্হ দিয়ে দেখানো হয়েছে তাতে চাপ দিলে আপনি আপনার অপসন পাবেন নিচের মত এমন করে আপনি নিজের ফেসবুককে নতুন রুপে দেখতে পারবেন                                       আশা করি ভালই লাগবে । সবাইকে আমি সালাম জানিয়ে শেষ করছি । আশা করি ভাল থাকবেন ্ । আজ আর নয় আগামি পোষ্টে নতুন কিছু নিয়ে হাজির হব সে
Blogger Widgets