Thursday, March 15, 2012

কি ভাবে ফেসবুক থেকে ফ্রি মেসেজ পাঠাবেন মোবাইলে!!! দুনিয়ার যেকোন দেশে

ইন্টারনেট থেকে ফ্রি এসএমএস পাঠানোর জন্য এটা আমরা সবাই জানি,কিন্তু আজ একটা মজার জিনিস দেখাবো,




১.http://apps.facebook.com/chatsms/ এই লিঙ্ক থেকে প্রথমে অ্যাপ্লিকেশন টি ওপেন করুন।
২.এবার Allow বাটন এ ক্লিক করুন।এবার অ্যাপ্লিকেশন টি ওপেন হলে কান্ট্রি এর স্থলে কান্ট্রি Select করে  দিন এবং মোবাইল নাম্বার এর স্থলে দেকবেন কান্ট্রি কোড আগে থেকেই দেয়া আছে তাই আপনি শুধু মোবাইল নাম্বার টা টাইপ করবেন।এরপর সেন্ড অপশন এ ক্লিক করলেই ম্যাসেজ টি আপনার কাঙ্খিত নাম্বার এ দেলিভার্দ হয়ে যাবে তবে আপনাকে একটি ম্যাসেজে সর্বচ্চ ১০০ অক্ষর ব্যাবহার করতে পারবেন এবং হা ম্যাসেজ টি সেন্ড দেয়ার পর আপনাকে একটি বক্স এর মত ম্যাসেজ দেখাতে পারে।
এর কারন হচ্ছে আমাদের দেশ এর সাথে এই সুবিধা টি যায় না।কিন্তু আপনি না ঘাবরিয়ে নির্দিধায় ok বাটন এ কিল্ক করুন এবং দেখুন আপনার এস এম এস টি পৌঁছে গিয়েছে! তবে আমি ১০০% নিশ্চয়তা দিতে পারছি না যে আপনি যতগুলো এস এম এস পাঠাবেন তার সবগুলই ডেলিভার্ড হবে কিনা । আমি সকাল থেকে ইন্টারন্যাশনাল ম্যাসেজ সেন্ড করছি । এইবার আপনার পালা । 

No comments:

Blogger Widgets