আমরা অনেকে Windows xp আবার Windows 7 ব্যবহার করি।যারা xp ব্যবহার করি তারা Windows 7 এর মজার
ও নতুন ফিচার গুলো মিস করি।এবং যারা গেমস খেলেন তাদের কাছে Xp প্রিয়।এজন্য বারবার Windows সেটাপ দিতে
হয়।কিন্তু এমন হত যদি Windows 7 ও Windows Xp একসাথে ব্যবহার করা যেতো।
- প্রথমে windows Xp সেটাপ দিন তারপর অন্য পাটিশনে Windows 7 সেটাপ দিন।
-
তারপর Windows 7 এ Software টি সেটাপ দিন
-
তারপর Software টি Run করুন।
- নিচের চিএ দেখুন।
- ।
- 1.এবার 2য় অংশে Add New Entry তে ক্লিক করুন।
- 2.Windows এ ক্লিক করুন।
- 3.Type এ Windows 7/Xp নিবাচন করুন।
- 4.Name নিবাচন করুন।
- 5.যে Drive এ সেটাপ দেওয়া হয়েছে সেটা নিবাচন করুন।
- 6.Add Enty এ ক্লিক করুন।
- 7.Edit Boot Menu তে ক্লিক করুন।
- এখানে আপনি আপনার Windows গুলো দেখতে পাবেন।
- 10.যে কোন একটি Yes করুন সেটা Default হিসাবে Open হবে।
- 12.টাইম নিবাচন করুন।
- 13.Save Settings এ ক্লিক করুন।
- এবার Computer Restart দিয়ে যেটি ইচ্ছা সিলেক্ট করে Enter দিন।