আজকে আপনাদের শেখাবো কিভাবে আইডিএম দিয়ে টরেন্ট ফাইল ডাউনলোড করতে হয়। বিভ্ন্নি সময় আমাদের বিভিন্ন ফাইল বাধ্য হয়ে বিভিন্ন টরেন্ট সাইট হতে ডাউনলোড করতে হতে পারে। তখন আমরা বিভিন্ন টরেন্ট ক্লাইন্ট সফটওয়্যার ব্যবহার করি। কিন্তু এসব টরেন্ট ক্লায়েন্টের ডাউনলোড স্পীড দেখলে অনেকেরই মাথা খারাপ হয়ে যায়।
অনেকেই মনে মনে ভাবেন যে যদি আমাদের পরিচিত আইডিএম দিয়েই যদি টরেন্ট ফাইল ডাউনলোড করা যেত তাহলে কতই না ভাল হত। তাই আজকে আপনাদের জন্য এই সমস্যার সমাধান নিয়ে হাজির হয়েছি।
১। এজন্য প্রথমে আপনার দরকারী টরেন্ট ফাইলটি (.torrent এক্সটেনশনসহ) ডাউনলোড করুন।
২। এবার ফাইলটি এই লিঙ্কে গিয়ে আপলোড করুন এবং GO তে ক্লিক করুন।
৩। এবার কিছুক্ষণ অপেক্ষা করেই আপনি পেয়ে যাবেন আপনার উদ্দিষ্ট লিঙ্ক। এবার এই লিঙ্ক দিয়ে আইডিএম মাধ্যমে ডাউনলোড করুন।
POST BY YOUNUS ALI |
No comments:
Post a Comment