Sunday, May 13, 2012

ইন্টারনেট তাও আবার ব্লুটুথ দিয়ে, না দেখলে মিস ১০০%

EASY WAY TO USE INTERNET WITH BLUETOOTH

সবাইকে আমার প্রানঢালা শুভেচ্ছা জানিয়ে আমি একটি নতুন পোস্ট শুরু করলাম। আমরা সাধারনত মোবাইল ফোনকে ইউ এস বি এর মাধ্যমে সংযোগ দিয়ে মডেম হিসেবে ব্যবহার করে পিসিতে ইন্টার নেট ব্যবহার করি। কিন্তু আমরা ইচ্ছা করলে এই কাজটি  ইউ এস বি ক্যাবল ছাড়া শুধুমাত্র মোবাইলের
ব্লুটুথ দিয়ে করতে পারি। এবং আরো ভাল হল এর জন্য আপনাকে কোন সফটওয়ার ব্যবহার করতে হবে না। তাহলে চলুন শুরু করি।
প্রয়োজনীয় উপকরন:
১.     একটি ব্লুটুথ মোবাইল
২.      একটি ব্লুটুথ ডঙ্গোল(পিসির জন্য , ছবি দেখুন)

৩.     একটি ইন্টারনেট সিম (আমি এখানে জিপি মামা কে ব্যবহার করেছি)
৪.     কিছু সাধারন নলেজ।

প্রথমে আপনি পিসি অন করুন। এর পর ব্লুটুখ ডঙ্গোল টি পিসিতে ইউ এস বি পোর্টে লাগান। এখন মোবাইলের ব্লুটুথ অন করুন। ব্লুটুথ ভিজিবিলিটি shown to all করে দিন।
এখন ক্লিক করুন start > control panel  > Bluetooth device  > add > give check on (my device is set up ready to be use) > এখন আপনার সেট দেখাবে। তার উপর মাউস ক্লিক করে next এ ক্লিক করুন। > আবার next > এখন যে পাসওয়ার্ড দেখাচ্ছে তা আপনার মোবাইলে দিন ও ওকে করুন। ব্যস কাজ শেষ।
এখন ‍start > connect to > show all connections > এখানে দেখুন Personal Area Network এর নিচে Bluetooth Network Connection আছে।
এখন আপনি এই পেজের উপরে বামে দেখুন। ক্লিক করুন create a new connection > next > next > give check in (setup my connection manually) > next > give check in (connect using a dial up modem) > next > write gp > next > give *99# in phone number > next > next > give check in (add a short cut to this connection to my desktop) > finish.
এখন আপনি আপনার ডেক্সটপে যান। সেখানে দেখেন যে একটি gp নামের সর্টকার্ট তৈরী হয়েছে। ডাবল ক্লিক অন ইট। তারপর ডায়াল এ ক্লিক করুন। এখন মোবাইলের দিকে তাকান । সেখালে এ্যাকসেপ্ট করুন, আর ইনজয় করুন দারুন ইন্টারনেট।
একটি কথা মোবাইটি কোন উচু জায়গায় রাখবেন। তাহলে স্পিড ভালো থাকবেন।
আপনার মঙ্গল কামনায়

No comments:

Blogger Widgets