Add caption |
USB pendrive বা SD card কে কম্পিউটারের RAM হিসেবে ব্যবহার করে আপনি পিসি এর গতি বৃদ্ধি করতে পারবেন ।
Windows 7 ইউজার রা খুব সহজেই এই কাজটি করতে পারবেন Readyboost software দ্বারা । আর এই সফটওয়্যার টি Windows 7 এ দেয়া থাকে ।
Windows XP ইউজারদের Ebooster নামে একটি সফটওয়্যার ইন্সটল করতে হবে ।
আসুন তাহলে দেখে নেই কিভাবে কাজটি করতে হবে !!!!!
Windows 7 Users:
১। আপনার USB ড্রাইভ টি লাগান ।
২। অটো প্লে বক্স থেকে Speed UpMy System অপশনটি সিলেক্ট করুন ।
যদি অটো প্লে বক্স না ওপেন হয় তাহলে [ My Computer -> RightClick on your Flash Drive -> Properties->Choose ReadyboostTab. ] সিলেক্ট করুন ।
৩। এবার দুটো অপশন দেখতে পাবেন ।
*. Dedicate this device to Ready boost : This will use entire memory of Flash drive as RAM.
*. Use this Device : Using this youcan Reserve space for storing data in USB and the space left will be used as RAM.
৪। আপনার পছন্দের অপশন সিলেক্ট করে OK দিন ।
আপনার USB ড্রাইভ টি RAM এ Convert হয়ে গেল ।
UNDO করতে ( goto My Computer -> Right Click on yourFlash Drive -> Properties->Choose ReadyboostTab) & Select " Do not use this Device " in the above step and Click OK.
Windows XP Users :
১>> Install Ebooster ( http://www.mediafire.com/?l4ymvrmgmfz ) Full version (4.43 MB)
২>> Ebooster open করুন and Detect your USB device and select a option.
কতটুকু memory র্যাম হিসেবে allocate করতে চান তা সিলেক্ট করুন ।
৩>> Click OK .
৪>> একটা pop window ওপেন হবে তারপর " Start Build Cache " সিলেক্ট করুন ।
কাজ শেষ ।
UNDO করতে select Stopbuild Cache and then Remove করুন ।
ধন্যবাদ ।
No comments:
Post a Comment