Sunday, March 25, 2012

পরিবর্তন করুন আপনার ফেসবুক লগিন স্কিন খুব সহজে……….

ফেসবুকের লগিন স্কিনের এক চেহারা দেখতে দেখতে যাদের মেজাজ গরম তারা আমার এই পোস্টটা দেখতে পারেন। আর হা এটা কিন্তু আমি গুগল ক্রোমে দেখাব।
প্রথমে ফেসবুকে যান লগিন করা থাকলে লগআউট করুন।এবার এখান থেকে গুগল ক্রোমের এই এক্সটেনশনটা ইন্সটল করুন।এবার ফেসবুক লগিন স্কিন টা নিচের ছবির মত হয়ে গেছে।
এখন আপনি ইচ্ছা করলে আপনার নিজের পছন্দের ছবি এখানে যোগ করতে পারবেন ।
কি ভাবে করবেন ? নিচে দেখুন
ফেসবুকে যান এবং নতুন লগইন স্ক্রিন এর লগইন বার এর ডান কোণার সেটিংস এ ক্লিক করুন।
এর ভিতরে একটি অ্যাড্রেস বক্স আসবে। এই অ্যাড্রেস বক্স এ আপনার পছন্দের ছবির লিঙ্কটা দিন এবং সেভ এ ক্লিক করুন।


এবার দেখুন আপনার ফেসবুক লগিন স্কিনে আপনার পছন্দের ছবি অ্যাড হয়েছে।
পোস্টটি ভাল লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ধন্যবাদ।

No comments:

Blogger Widgets