অনেক দিন ধরেই পেপাল বাংলাদেশের ফ্রিলেন্সারদের সর্ব কাঙ্খিত বিষয় ছিল এবং আছে। পেপাল পৃথিবীর মধ্যে সর্বস্বীকৃত অনলাইন মানি ট্রান্সফার সিস্টেম। কিছুদিন পূর্বে শেষ হওয়া ই-এশিয়া সম্মেলনে ............আমন্ত্রিত হয়ে এসেছিলেন ইন্টেলের ভাইস প্রেসিডেন্ট জন ডেভিস । সেখানে আমাদের বেসিস (বাংলাদেশ এসোসিয়েশন অফ সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিস) এর কর্মকর্তাগণ তাকেঁ বুঝাতে সমর্থ হয় বাংলাদেশে পেপালের প্রয়োজনীয়তা ও চাহিদা কতটুকু।
তাঁরা জন ডেভিসকে এটা নিয়ে আশ্বস্ত করেন যে বাংলাদেশে কাজ করলে পেপাল দেশ ও কোম্পানী উভয়ই লাভবান হতে পারবে এবং তা বাংলাদেশের মানি লন্ডারিং আইনের পরিপস্থি হবে না। এতে পেপালের কর্মকর্তাগণ বাংলাদেশে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। পেপালের অনুপস্থিতিতে এতদিন বাংলাদেশে ফ্রিল্যান্সার ও আইসিটি সেক্টরে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল। পেপাল আমাদের দেশে কাজ শুরু করলে আমাদের দেশ আইসিটি সেক্টরে আর একটি নতুন ধাপ উত্তীর্ণ করবে
No comments:
Post a Comment