Thursday, March 22, 2012

অবশেষে বাংলাদেশে আসছে পেপাল


paypal অবশেষে বাংলাদেশে আসছে পেপাল
অনেক দিন ধরেই পেপাল বাংলাদেশের ফ্রিলেন্সারদের সর্ব কাঙ্খিত বিষয় ছিল এবং আছে। পেপাল পৃথিবীর মধ্যে সর্বস্বীকৃত অনলাইন মানি ট্রান্সফার সিস্টেম। কিছুদিন পূর্বে শেষ হওয়া ই-এশিয়া সম্মেলনে  ............আমন্ত্রিত হয়ে এসেছিলেন ইন্টেলের ভাইস প্রেসিডেন্ট জন ডেভিস । সেখানে আমাদের বেসিস (বাংলাদেশ এসোসিয়েশন অফ সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিস) এর কর্মকর্তাগণ তাকেঁ বুঝাতে সমর্থ হয় বাংলাদেশে পেপালের প্রয়োজনীয়তা ও চাহিদা কতটুকু।
তাঁরা জন ডেভিসকে এটা নিয়ে আশ্বস্ত করেন যে বাংলাদেশে কাজ করলে পেপাল দেশ ও কোম্পানী উভয়ই লাভবান হতে পারবে এবং তা বাংলাদেশের মানি লন্ডারিং আইনের পরিপস্থি হবে না। এতে পেপালের কর্মকর্তাগণ বাংলাদেশে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। পেপালের অনুপস্থিতিতে এতদিন বাংলাদেশে ফ্রিল্যান্সার ও আইসিটি সেক্টরে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল। পেপাল আমাদের দেশে কাজ শুরু করলে আমাদের দেশ আইসিটি সেক্টরে আর একটি নতুন ধাপ উত্তীর্ণ করবে

No comments:

Blogger Widgets